নিজস্ব সংবাদদাতা : উদয়নারায়নপুরের আনন্দময়ী সিনেমা হলে অনুষ্ঠিত হলো YOU TURN নামের একটি সংস্থার ইউটিউবার ও রেডিও জকি ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান।
জগৎবল্লভপুর লেভেল ক্রসিং এর কাছে এই সংস্থার ক্লাস শুরু হবে ১ লা ফেব্রুয়ারি থেকে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অর্থনৈতিক ভাবে দুর্বল প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের মধ্যে থেকে ইউটিউবার ও রেডিও জকি তুলে আনার লক্ষ্যেই এই সংস্থা ২৫টি কোর্স চালু করছে।
YOU TURN এর ক্লাস করাতে আসবেন প্রত্যেক বিষয়ের এক্সপার্টরা এবং সেলিব্রেটিরা। উপস্থিত ছিলেন বিখ্যাত ইউটিউবার গৌরব তরফদার, শোভন মুখোপাধ্যায়, রেডিও জকি অর্ঘ্য ঘোষাল প্রমুখ।