নিজস্ব সংবাদদাতা : এক তরুনীর ছবি সুপার ইম্পোজের মাধ্যমে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো রাজাপুর থানার পুলিশ। ধৃত যুবক সন্তোষ দাস(২৪) উত্তর ২৪ পরগনার বসিরহাটের কামদুনির বাসিন্দা।
ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ছয় দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সুত্রে জানা গেছে স্থানীয় রাজাপুর থানা এলাকার বাসিন্দা এই তরুনীর সাথে কয়েকমাস আগে ফোন মারফত পরিচয় হয় সন্তোষের। গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। অভিযোগ কিছুদিন পর তরুনীর কাছ থেকে তার ছবি চায় সন্তোষ।
তরুনীও নির্দ্বিধায় ছবি দেয় সন্তোষকে। কিছুদিন পর এই তরুণী লক্ষ করে তার ছবি সুপার ইম্পোজের মাধ্যমে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তার পরেই রাজাপুর থানায় সমস্ত বিষয়টি জানিয়ে সন্তোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এই তরুণী। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বুধবার রাতে পুলিশ সুকৌশলে সন্তোষকে রাজাপুরে আসতে বাধ্য করে এবং তাকে গ্রেফতার করে।