নিজস্ব সংবাদদাতা : বেতন, বোনাস ও ছুটির দিন বৃদ্ধি, ক্যান্টিনের সব খাবারে ভর্তুকী, শ্রমিকদের সুরক্ষার জন্য সুরক্ষা পোশাক প্রদান, কাটমানি বন্ধ করা সহ ১৬ দফা দাবির ভিত্তিতে বাগনানের কৃষ্ণা টিস্যু প্রাইভেট লিমিটেডে কর্মবিরতি পালন করলেন শ্রমিককল্যাণ মঞ্চের সদস্যরা। বুধবার সকাল ছটা থেকে মিলগেটে অবস্থান বিক্ষোভ করেন শ্রমিকরা। উল্লেখ্য এই মিলটিতে প্রায় বারোশো শ্রমিক কাজ করেন। তাঁরা জানান বহুদিন যাবত তারা উক্ত দাবিগুলি জানিয়ে আসছেন কিন্তু মিল কর্তৃপক্ষ তাঁদের কথায় কর্ণপাত করেননি।
তাই বাধ্য হয়েই তাঁরা শ্রমিক ধর্মঘটে সামিল হয়েছেন। অবিলম্বে তাঁদের দাবিগুলি মেনে না নেওয়া হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন। এদিকে বিষয়টি বাগনানের বিধায়ক অরুণাভ সেনের গোচরে এলে তিনি আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বুধবার এক বৈঠকের প্রস্তাব দেন। শ্রমিক কল্যাণ মঞ্চের সদস্যরা বিধায়কের প্রস্তাবে এদিনের মতো বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন। বিধায়কের সঙ্গে বৈঠকের পর তাঁরা পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে জানিয়েছেন।