নিজস্ব সংবাদদাতা : আবাস যোজনার তালিকা যাচাই করতে গিয়ে হেনস্থার শিকার হলেন এক মহিলা সরকারি আধিকারিক। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের পূর্ব গাজীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে মৎস দপ্তরের আধিকারিক সোমদত্তা দাশগুপ্ত ব্লকের দু’ই কর্মীকে নিয়ে উদং-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার তালিকা যাচাইয়ের কাজে গিয়েছিলেন। জানা গেছে, সরকারি আধিকারিক ও তাঁর সতীর্থরা তালিকায় নাম থাকা পূর্ব গাজীপুর গ্রামের শঙ্করী কাঁউলে নামক জনৈকার বাড়িতে যান। এক কর্মী শঙ্করী কাঁউলের বাড়ির ছবি তোলেন। অভিযোগ, শঙ্করী কাঁউলের ছেলে নিরাপদ কাঁউলে ওই সরকারি কর্মীকে ছবি ডিলিট করে দেওয়ার জন্য হুমকি দেন। অভিযোগ, সংশ্লিষ্ট কর্মী ছবি ডিলিট করতে না চাওয়ায় নিরাপদ তার উপর চড়াও হয়। এমনকি ঘটনাস্থলে থাকা মহিলা আধিকারিক সতীর্থকে বাঁচাতে এলে তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্লক প্রশাসনের কর্তারা। আসে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই ব্লক প্রশাসনের এক কর্মী আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও অভিযুক্ত যুবকের দাবি, সরকারি কর্মচারী বুঝতে না পেরে জামার কলা ধরে ছিলেন। অভিযুক্তের মা শঙ্করী কাঁউলের অভিযোগ, তার ছেলে কাউকে মারধর করেনি। ছেলে জানতে চেয়েছিলেন কী কারণে ছবি তোলা হচ্ছে। সেটা না জানানোয় বচসা হয়। এমনকি এক সরকারি কর্মচারী তার ছেলেকে হেলমেট দিয়ে মেরেছে বলে অভিযোগ করেন শঙ্করী কাঁউলে।
আমতায় আবাস যোজনার তালিকা যাচাইয়ে গিয়ে হেনস্থার শিকার মহিলা আধিকারিক, গ্রেফতার এক যুবক
Published on: