নিজস্ব সংবাদদাতা : করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘরের বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার আবশ্যক করা হয়েছে। তারপরও বহু মানুষ এই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন।
তাঁদের বিরুদ্ধে অভিনব পদক্ষেপ গ্রহণ করল গ্রামীণ হাওড়ার আমতা – ২ পঞ্চায়েত সমিতি। আমতা – ২ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মাস্ক ছাড়া ব্লকের কোনো ওষুধের দোকানে মিলবে না কোনোরকম ওষুধ, মিলবে না পেট্রোলও।
উপভোক্তারা মাস্ক না ব্যবহার করলে গ্যাস ডেলিভারিও হবে না। আজ এই নির্দেশ সম্পর্কিত বিশেষ পোস্টার লাগানো হয়েছে ব্লকের বিভিন্ন ওষুধের দোকান, পেট্রোল পাম্প ও গ্যাসের অফিসগুলিতে।
আমতা – ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল বলেন, “ইতিমধ্যেই হাওড়াকে করোনা সংক্রমণের রেডজোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। তারপরও বহু মানুষ মাস্ক ব্যবহার করছেন না। তাঁরা যাতে অবিলম্বে মাস্ক ব্যবহার করেন সেই লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ।” প্রশাসনের এহেন উদ্যোগকে একবাক্যে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই।