নিজস্ব সংবাদদাতা : অন্যান্য দিনের মতোই সকাল থেকে পটল ক্ষেতে কাজ করছিলেন গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের কুড়চি গ্রামের দিলীপ প্রামাণিক। হঠাৎই বজ্রপাত তাঁর বুকে এসে পড়ে। তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বছর চুয়াল্লিশের এই কৃষক।
সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই আজ সকালে পটল ক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন কুড়চি গ্রামের কৃষক দিলীপ প্রামাণিক। হঠাৎই বজ্রপাত পড়ে। বজ্রপাতের আঘাতে ঝলসে যান তিনি।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। দিলীপ বাবুর মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া।