নিজস্ব সংবাদদাতা : লকডাউনের জেরে থমকে গেছে বৈশাখের ভরা বিয়ের মরশুম। বহু মানুষই ইতিমধ্যেই বাতিল করেছেন নিজের বাড়ির বিয়ের অনুষ্ঠান। করোনাকে রুখতে সামাজিক জমায়েতের উপর কড়া নিষেধাজ্ঞা করেছিল কেন্দ্র। তবে লকডাউনের তৃতীয় দফায় বহুক্ষেত্রে বিভিন্ন নিয়ম শিথিল করা হয়েছে। এবার বিয়ের অনুষ্ঠান কিমবা শেষকৃত্যের অনুষ্ঠান করা যাবে বলে জানাল কেন্দ্র। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য শালিলা শ্রীবাস্তব জানিয়েছেন, বিয়ের ক্ষেত্রে সর্বাধিক আমন্ত্রিতের সংখ্যা হবে ৫০ ও শেষকৃত্যের ক্ষেত্রে ২০ জনের বেশি ভিড় করা যাবে না। তবে উভয়ক্ষেত্রেই সামাজিক দূরত্বের বিষয়টি কড়াভাবে মানতে হবে বলেও জানানো হয়েছে।
লকডাউনেই করা যাবে বিয়ে ও শেষকৃত্যের অনুষ্ঠান, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
Published on: