নিজস্ব সংবাদদাতা : জেপি নাড্ডা, অমিত শাহদের উপস্থিতিতে ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় বিজেপির রথযাত্রা বা পরিবর্তন যাত্রার সূচনা ঘটে গেছে। আগামী ২০ শে ফেব্রুয়ারী হাওড়া গ্রামীণ জেলায় পরিবর্তন যাত্রার সূচনা ঘটবে। তারই সমর্থনে শুক্রবার বিজেপির পদযাত্রা অনুষ্ঠিত হল উলুবেড়িয়া পূর্ব বিধানসভার খলিশানী অঞ্চলে।
এদিনের পদযাত্রায় দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি পা মেলান হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল, হাওড়া গ্রামীণ জেলা বিজেপি যুব মোর্চার নবনিযুক্ত সভাপতি উমাশঙ্কর হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে বিজেপি কর্মীরা খলিশানীতে কেষ্ট দোলুই ও নমিতা দোলুইয়ের বাড়িতে যান।
নমিতা দোলুই তাদের চা খাওয়ান। তারপর সেখান থেকে শুরু হয় পদযাত্রা। প্রায় ঘন্টা দেড়েকের দীর্ঘ পথ অতিক্রম করে খলিশানী কালীতলায় পদযাত্রা শেষ হয়। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল বলেন, “সাধারণ মানুষ যেভাবে পরিবর্তনের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন তা সত্যিই অভূতপূর্ব।”