নিজস্ব সংবাদদাতা : নিকাশি ব্যবস্থা নিয়ে সংঘর্ষে জড়াল দু’ই পাড়ার বাসিন্দারা। আর সেই ঘটনাতেই আহত হল বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে হাওড়ার রানীহাটি নাবঘরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিকাশি ব্যবস্থা নিয়ে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার মুচিপাড়া ও পাঁচলা থানা এলাকার সর্দার পাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। সমস্যা মেটাতে একাধিকবার প্রশাসনের তরফে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসাও হয়। সেই মোতাবেক সম্প্রতি পঞ্চায়েতের তরফে কাজও শুরু হয়। অভিযোগ, পানিয়াড়া এলাকায় রিজার্ভার না থাকায় নতুন নিকাশি নালা তৈরির পর জল নির্গমন কোন জায়গা দিয়ে হবে তা নিয়েই এদিন দু’ই পাড়ার মধ্যে বিবাদ বেধে যায়। একসময় বিবাদ চরম আকার ধারণ করে। অভিযোগ, দু’টি পাড়ার বাসিন্দারা একে অপরকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। ভাঙচুর করা হয় বাড়ি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।
নিকাশি নিয়ে বিবাদ! হাওড়ার গ্রামে দু’ই পাড়ার মধ্যে জোর সংঘর্ষ, ইটবৃষ্টি
Published on: