নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার জামবেড়িয়ায় বিগত কয়েকদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে কয়েকটি পাগল হনুমান। তার আক্রমণে জামবেড়িয়া এলাকায় জখম হন তপতি মন্ডল (৫০), অনিমা মন্ডল (৫০) ও বিক্রমজিৎ গজ (৬০) সহ কয়েকজন গ্রামবাসী। আহতরা উলুবেড়িয়া মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এই খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা হনুমানটিকে ধরতে খাঁচা পাতেন।কিন্তু এখনো পর্যন্ত খাঁচায় ধরা পড়েনি হনুমান।
স্থানীয় এক গ্রামবাসী অনুপম মন্ডল জানান আমরা এই হনুমানের অত্যাচারে অতিষ্ঠ।পাগল হনুমানের ভয়ে ঘরের বাহিরে যেতে ভয় পাচ্ছেন গ্রামের মহিলা ও বাচ্ছারা। বাচ্ছারা স্কুলে যেতে পারছে না, মাঠে খেলতে যেতে পারছেনা ,বৃদ্ধরা সকালে ও বিকালে হাঁটতে যেতে পারছেনা। তিনি বলেন বন বিভাগে খবর দেওয়াতে তারা দায়সারা ভাবে একটি খাঁচা বসিয়ে দিয়ে যায়, তাতে কোনো সুফল পাওয়া যায়নি।তাই আমি উলুবেড়িয়া প্রশাসনের কাছে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য উপযুক্ত ববস্থা নেওয়ার অনুরোধ করছি।