নিজস্ব সংবাদদাতা : ওদের কেউ পেশাগতভাবে রিক্সা চালান, আবার কেউ পুজো করেন কেউবা আবার সমাজকর্মী বা দিনমজুরের কাজ করেন। বিভিন্ন কারণে ফোটা নেওয়ার সুযোগ হয়না। এবার তাদেরই ফোটা দেওয়ার অভিনব উদ্যোগ নিল বাগনানের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’। বৃহস্পতিবার সকালে ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে স্বজনের পক্ষ থেকে বাগনান স্টেশন চত্বরে ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
স্বজনের সদস্যাদের পাশাপাশি ফোঁটা দেন বাগনান স্টেশনে আশ্রয় নেওয়া মহিলারা। দিদিরা ভা’য়েদের ফোঁটা দেওয়ার পাশাপাশি ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। ছিল মিষ্টিমুখ ও জলখাবারের ব্যবস্থা। পাশাপাশি, স্টেশন চত্বরে থাকা গাছকেও ফোঁটা দেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যারা। স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু জানান, সমাজে বহু মানুষই অবহেলিত৷ তাদের নিয়েই আমাদের কাজ। সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করতেই আমাদের এই উদ্যোগ।