নিজস্ব সংবাদদাতা : এক যুবকের মৃত্যুর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার আমতার উদংয়ে। জানা গেছে, মৃত যুবকের নাম লাল্টু আকন। সূত্রের খবর, উদং আকন পাড়ার বছর পঁয়ত্রিশের লাল্টুর সাথে তার স্ত্রী নাজিমা বেগমের প্রায়শই ঝগড়া লেগে থাকতে।
অভিযোগ, বুধবার রাতেও স্ত্রী’র সাথে লাল্টুর বিবাদ বাধে। কোনোকারণে হাতাহাতির সময় লাল্টুর লেগে যায়। তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবণতি হওয়ায় তাকে পিজিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় পরিবার।
শুক্রবার ভোররাতে পিজিতে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।