নিজস্ব সংবাদদাতা : জলজ উদ্ভিদদের নিয়ে এবার একটি সম্পূর্ণ আলাদা সেকশন গড়ে উঠল হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে। শুক্রবার হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে এই অ্যাকুয়াটিক প্ল্যান্ট সেকশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বোটানিক্যাল গার্ডেনের প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা জুড়ে থাকা একটি জলাশয়ে এই অ্যাকুয়াটিক প্ল্যান্ট সেকশন চালু করা হয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
সহস্র দল পদ্ম সহ ৮০ টিরও বেশি প্রজাতির পদ্ম ও অন্যান্য বৈচিত্র্যময় জলজ উদ্ভিদ রয়েছে ওই জলাশয়ে। জলাশয়টিকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই অ্যাকুয়াটিক প্ল্যান্ট সেকশনের মূল আকর্ষণ ওয়াটার লিলি। উল্লেখ্য, ‘আজাদী কা অমৃত মহোৎসব’ এবং ‘ডিজিটাল ইন্ডিয়া’ এর অধীনে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম অনলাইন হার্বেরিয়াম ডেটাবেজ তৈরি করেছে।