নিজস্ব সংবাদদাতা : হাতেগোনা আর দু-একমাস। তারপরই বিধানসভা নির্বাচনে মেতে উঠবে বাংলা। শাসক থেকে বিরোধী এখন সবপক্ষই প্রচারে ব্যস্ত৷ হাওড়া গ্রামীণ জেলায় গেরুয়া শিবিরের জমিকে আরও শক্ত করতে উলুবেড়িয়ায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপি সূত্রে জানা গেছে, আগামী ৩১ শে জানুয়ারী রবিবার দুপুরে একাধিক কর্মসূচি নিয়ে গ্রামীণ হাওড়ায় আসছেন অমিত শাহ। হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সূত্রে খবর, ৩১ শে জানুয়ারী দুপুরে হাওড়া সদরে কর্মসূচি শেষ করে পাঁচলার একটি মাঠে চপারে নামবেন৷
তারপর রঘুদেবপুরে একটি তপশিলি পরিবারে মধ্যাহ্নভোজন সেরে পৌঁছে যাবেন উলুবেড়িয়া শহরে। উলুবেড়িয়া পৌরসভা থেকে লকগেট অব্ধি একটি রোড শোয়ে অংশ নেবেন অমিত শাহ। তারপর তিনি উলুবেড়িয়া কালীবাড়িতে গিয়ে পুজো দেবেন বলে জানা গেছে।
কর্মসূচি শেষে কোলকাতা ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি প্রত্যুষ মন্ডল বলেন, “আগামী ৩১ শে জানুয়ারি গ্রামীণ হাওড়ার মানুষ এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকবেন।”