নিজস্ব সংবাদদাতা : তিন বিঘা চা বাগানের জমি নিয়ে কাকা ভাইপো মধ্যে সংঘর্ষের জেরে দুই পক্ষের মধ্যে আহত ৮-১০ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চুটিয়াগছ গ্রাম পঞ্চায়েতের কাশিডাঙ্গা গ্রামে।ওই সংঘর্ষে ৩ জনের অবস্থা আশংকাজনক থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ওই ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারসূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার চুটিয়াগছ গ্রাম পঞ্চায়েতের কাশিডাঙ্গা গ্রামের বাসিন্দা ভাদু মহম্মদ ( কাকা) ও কালিমুদ্দিন ( ভাইপো) দীর্ঘদিন ধরে তিন বিঘা চা বাগানের জমি নিয়ে বিবাদ চলছিল।কয়েকদিন আগে চোপড়ার বিধায়কের বাড়িতে একটি শালিসি সভাতে ভাদু মহম্মদ তার ভাইপো কালিমুদ্দিনকে ওই তিন বিঘা চা বাগানের জমি লিখিত ভাবে দিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়।পাশাপাশি ওই সভাতেই লেখাপড়ি হয় যে ভাদু মহম্মদ তার ভাইপো কালিমুদ্দিনকে ওই তিন বিঘা চা বাগানের জমি দিয়ে দেওয়া হল।ভাদু মহম্মদ তার ভাইপো কালিমুদ্দিনকে জমি দিয়ে দেওয়ার পরে বৃহস্পতিবার সকালে ওই তিন বিঘা চা বাগানের জমিতে ভাদু ও তার লোকজন ধারালো অস্ত্রনিয়ে ওই বাগানে চা তুলতে যায়।
সেই সময় কালিমুদ্দিন ও তার পরিবারের সদস্যরা তাদেরকে বাঁধা দিলে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ওই সংঘর্ষে দুপক্ষের ৮-১০ জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়। আহতদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ।ওই ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।