নিজস্ব সংবাদদাতা : চোখে গবেষক হওয়ার স্বপ্ন।সেই স্বপ্নকে সাথে নিয়েই কঠোর অধ্যাবসায়ের সাথে নিজের মেধার মাধ্যমে নিজেকে রাজ্যের দ্বারে তুলে ধরল উলুবেড়িয়ার কিশোর সৌহার্দ্য পাত্র। আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পর্ষদ ঘোষিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে উলুবেড়িয়া-১ ব্লকের খড়িয়া ময়নাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌহার্দ্য পাত্র। গ্রামীণ হাওড়ার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সৌভাগ্যের প্রাপ্ত নাম্বার ৬৮৭। বাংলা ও ইংরাজিতে ৯৬, অঙ্ক ও জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাস ও ভৌত বিজ্ঞানে ৯৮, ভূগোলে ৯৯ পেয়েছে এই কৃতি ছাত্র।
সৌহার্দ্য জানায়, “বাবাই তার শিক্ষাগুরু। নবম শ্রেণী পর্যন্ত কোনো টিউশন ছিলনা। তবে দশম শ্রেণিতে একজন টিউটরে ছিলেন। বাবাই মূলত তার প্রেরণাদাতা।” সৌভাগ্যের কথায়, “আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা করতে চাই। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি।” ছেলের এহেন কৃতিত্বে খুশি বাবা-মা। সৌহার্দ্যের বাবা পেশায় স্কুল শিক্ষক, স্নেহময় পাত্র বলেন, “একাদশ শ্রেণীতে ছেলে বিজ্ঞান নিয়ে পড়বে। নরেন্দ্রপুরে ফর্ম ফিলাপ করেছে। ওখানে চান্স না পেলে উলুবেড়িয়ায় পড়বে।” সৌহার্দ্যের বাড়িতে বেজে উঠছে ফোন। ফোনের ওপার থেকে ভেসে আসছে শত শত শুভেচ্ছাবার্তা।