নিজস্ব সংবাদদাতা : বিগত কয়েক বছরের মতোই এবছরও রঙের উৎসব দোলকে ভেষজ আবিরে রাঙিয়ে তুলতে চলেছেন উলুবেড়িয়ার কাঠিলার স্বেচ্ছাসেবী সংস্থা আশা ভবন সেন্টারের বিশেষভাবে সক্ষম একঝাঁক কিশোর-কিশোরী। ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে ভেষজ আবির তৈরি করে তাকে বাজারজাত করে সেগুলো প্যাকেটজাত করে পাঠানো হচ্ছে বিভিন্ন সরকারি দফতরে ও খোলা বাজারে বিক্রির জন্য। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েদের স্বাবলম্বী করতেই মূলত এই উদ্যোগ। জানা গেছে উলুবেড়িয়ায় এই সংস্থার ১১০ জন বিশেষ চাহিদা সম্পন্নকে ট্রেনিং দেওয়া হয়েছে ভেষজ আবির তৈরির। মূলত গোলাপ, গাঁদা,পলাশ, অপরাজিতা ফুলের পাপড়ি ছিঁড়ে মিক্সার মেশিনে গুঁড়ো করে টেলকম পাওডার মিশিয়ে তৈরি করা হচ্ছে এই আবির।