উলুবেড়িয়া নাগরিক মঞ্চের গান্ধীস্মরণ, দেওয়া হল সম্প্রীতির বার্তা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫১ তম জন্মবার্ষিকীতে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তির বার্তা পৌঁছে দিল উলুবেড়িয়া নাগরিক মঞ্চ। উলুবেড়িয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে শুক্রবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গান্ধী স্মরণের পাশাপাশি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় কলাকুশলীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অভয় দাস, প্রশাসক মন্ডলীর সদস্য আব্বাসউদ্দীন খান, বিশিষ্ট সমাজসেবী বেনুকুমার সেন সহ অন্যান্যরা।

এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য আব্বাসউদ্দীন খান বলেন, “গান্ধীজি সংহতির প্রতীক। বর্তমানে বাংলা সহ সারা দেশে ধর্মে ধর্মে বিভাজনের সৃষ্টি করে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে বেশ কিছু অশুভ শক্তি। তাই আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গান্ধীজির দেখানো পথ, আদর্শ ও ভাবনা বড়ো প্রাসঙ্গিক।”