নিজস্ব সংবাদদাতা : খদ্দের পরিচয় দিয়ে মার্বেল পাথরের দোকানে মার্বেল কেনার অছিলায় নগদ টাকা ও মোবাইল চুরির অভিযোগে দু’ই যুবককে গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। জানা গেছে, ধৃত দু’ই যুবকের নাম শানু খান ও সুমন প্রধান। বছর কুড়ির সুমন শ্যামপুরের বাসিন্দা ও বছর তেইশের শানু বাগনানের খাদিনান এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সূত্রের খবর, গত ১১ ই জানুয়ারী বাগনান লাইব্রেরি মোড়ের একটি দোকানে আসে কয়েকজন দুষ্কৃতি। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
অভিযোগ, মার্বেল কেনার অছিলায় দোকান থেকে নগদ ৬৫ হাজার টাকা, চারটি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরই তদন্তে নামে পুলিশ। তারপরই বৃহস্পতিবার রাতে বাগনানের লাইব্রেরি মোড় থেকে দু’ই যুবককে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ। ধৃতদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।