নিজস্ব সংবাদদাতা : বর্ষা শুরু হলেও সেভাবে ইলিশের দেখা নেই। তাই স্বভাবতই মন খারাপ মাছেভাতে বাঙালির। তবে তারই মাঝে দু-কিলো সাইজের ইলিশের দেখা মিলল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায়। সূত্রের খবর, উলুবেড়িয়ার হুগলী নদী থেকে মৎসজীবীরা প্রায় ২.১ কিলো সাইজের একটি ইলিশ মাছ ধরেন।
লকডাউনের জেরে বিকালে বন্ধ উলুবেড়িয়ার ১১ ফটকের বাজার। তাই মাছটিকে জাতীয় সড়ক সংলগ্ন জেলেপাড়ার একটি পাতা মাছ দোকানে আনা হয়। প্রকান্ড ইলিশটিকে দেখতে রীতিমতো হইচই পড়ে যায়। মৎস ব্যবসায়ী জানিয়েছেন, বেশ কিছুক্ষণ দামাদামির পর তিন হাজার টাকা কেজিদরে ইলিশ মাছটিকে এক ব্যক্তি কিনে নেন।