নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই রাজ্যজুড়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
এরই মাঝে উলুবেড়িয়ার ২১ নং ওয়ার্ডে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা দিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ২১ নং ওয়ার্ডের আইএনটিটিইউসি সম্পাদক গণেশ চক্রবর্তী দলীয় কর্মীদের সাথে নিয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে যান।
তাদের সাথে দেখা করে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান৷ জানা গেছে, সাতমহল, বৈকন্ঠপুর, কালসাপা, বারিকপাড়া জগন্নাথপুর এলাকার প্রায় চল্লিশজন পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়।