নিজস্ব সংবাদদাতা : আম্ফান ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি ও ক্ষতিপূরণে দুর্নীতি নিয়ে শোরগোল বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই বেনিয়মের অভিযোগে শাসকদল রাজ্যে একাধিক নেতা কর্মীকে সাসপেন্ড করেছে। এবার আম্ফান ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে হাওড়ার তিন তৃণমূল নেতাকে সাসপেন্ড করল দল। জানা গেছে, সাসপেন্ড হওয়া তিন নেতার মধ্যে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত ঘোষ, পাঁতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেচারাম বোস ও উত্তর ঝাপড়দহের পঞ্চায়েত প্রধানের স্বামী সুমন ঘোষাল রয়েছেন। সাংবাদিক বৈঠক করে একথা জানান হাওড়ার (সদর) তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মন্ত্রী অরূপ রায় বলেন, “দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সমস্ত নেতাকর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা যে পদে রয়েছেন সেই পদ থেকে তাঁদের অবিলম্বে পদত্যাগ করার কথা বলা হয়েছে। তা না করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এর পাশাপাশি, আম্ফানের ক্ষতিপূরণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বড়গাছিয়া-২ নং পঞ্চায়েতের প্রধান শবনম সুলতানা এবং জগৎবল্লভপুর-১ পঞ্চায়েতের উপপ্রধান শেখ নুর হোসেনকে দলের তরফে শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
আম্ফান ক্ষতিপূরণে দুর্নীতির জের, হাওড়া সদরের তিন নেতাকে সাসপেন্ড করল তৃণমূল, শোকজ একাধিক পঞ্চায়েত প্রধান
Published on: