নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই বাংলা জুড়ে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। শাসক-বিরোধী সব পক্ষই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। এই আবহে বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কয়েক’শো কর্মী-সমর্থক। শুক্রবার বিকালে তৃণমূল কংগ্রেসের তরফে গ্রামীণ হাওড়ার আমতা বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা শান্তনু ঘোষ সহ অন্যান্যরা। উল্লেখ্য, আমতার রাজনীতিতে পরিচিত মুখ শান্তনু ঘোষ(ওরফে বুবুন)। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন৷ ফের তিনি তৃণমূলে ফিরলেন। এদিন তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক নির্মল মাজি। বুবুন ঘোষের পাশাপাশি মুক্তিরচক গ্রামের বিজেপি নেতা বিকাশ পাত্র সহ উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন নেতা ও কয়েক’শো কর্মী-সমর্থক এদিন ঘাসফুল শিবিরে যোগদান করলেন। বিধায়ক নির্মল মাজি বলেন, দীর্ঘদিন ধরে দলে ফেরার আহ্বান জানিয়েছিল। উচ্চ নেতৃত্বর ছাড়পত্র মেলার পরই দলে ওরা যোগদান করল। নির্মল মাজির পাশাপাশি এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়ার গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ ইলিয়াস সহ অন্যান্যরা।
আমতায় তৃণমূলের প্রতিবাদ সভা, বিজেপি ও সিপিআইএম ছেড়ে ঘাসফুলে যোগ
Published on: