নিজস্ব সংবাদদাতা : একুশের বিধানসভাকে সামনে রেখে ইতিমধ্যেই মহড়া শুরু করেছে রাজ্যের শাসকদল।উন্নয়নের পাশাপাশি মানুষের অভাব অভিযোগ শুনতে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে তৃণমূল বিধায়ক-মন্ত্রী প্রায় সকলেই হাজির হচ্ছেন মানুষের দ্বারে।এবার ‘দিদিকে বলো’ কর্মসূচিতে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের উদং গ্রামের হাজির হলেন স্থানীয় বিধায়ক তথা শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নির্মল মাজি।
রবিবারের পড়ন্ত বিকালে উদং বাজারে আয়োজিত এক বিশেষ সভায় উপস্থিত হয়ে তিনি স্থানীয় মানুষের থেকে শুনলেন তাঁদের অভাব-অভিযোগের কথা।স্থানীয় বিধায়ককে কাছে পেয়ে কেউ শোনালেন অনিয়মিত জল সরবরাহের কথা আবার কেউ তুলে ধরলেন উদং-তুলসীবেড়িয়া রোডের মাঝে বিপজ্জনক ভাবে থাকা বেশ কয়েকটি পোস্টারের কথা।স্থানীয় উদং উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাচীর নির্মাণ ও অন্নপূর্ণা মন্দির সংস্কারের আর্জিও জানালেন বেশ কিছু মানুষ।
এরকমই বেশকিছু সমস্যার কথা শুনে মন্ত্রী দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।তার পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী,উদং-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী দাস সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।সভার শেষে বিধায়ক স্থানীয় বেশ কয়েকটি বাড়িতে গিয়ে স্থানীয় মানুষের সাথে কথা বলেন।