নিজস্ব সংবাদদাতা : সকাল থেকে চন্দ্রপুর, জোয়ারগড়ি, উদং-২ সহ উলুবেড়িয়া উত্তরের একাধিক জায়গায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি।
এই অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে আমতা থানার সামনে অবস্থানে বসলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী চিরন বেরা। চিরন বেরার অভিযোগ, উলুবেড়িয়া উত্তরের গ্রামে গ্রামে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল।
বুথে গিয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতিরা। অবাধে ছাপ্পা চলছে। আমতার ওসি, বিডিওকে বারংবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরছেন না। তাই অবস্থানে বসতে বাধ্য হলাম।