নিজস্ব সংবাদদাতা : প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই গ্রামে-গ্রামে, বাড়িতে বাড়িতে ঘুরে জোরকদমে প্রচার চালাচ্ছেন গ্রামীণ হাওড়ার বাগনান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুণাভ সেন। সকাল হলেই কর্মী-সমর্থকদের সাথে নিয়ে বেড়িয়ে পড়ছেন প্রচারে। কোনোদিন বাঙালপুর আবার কোনোদিন বা নুন্টিয়া কিমবা দেউলটির প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন অরুণাভ সেন।
বৃহস্পতিবার তিনি বাগনান এলাকায় প্রচার সারলেন। এলাকায় ঘুরে মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন। এদিন বাগনান কেন্দ্রের বিগত দু’বারের বিধায়ককে মালা পড়িয়ে বরণ করেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যারা। পাশাপাশি, তিনি বাগনানের কাছারিপাড়ার ঐতিহ্যবাহী বাঘেশ্বরী মন্দিরে পুজো দেন।
উল্লেখ্য, ‘বাগনান’ নামকরণের ইতিহাস খুঁজতে গেলে প্রথমেই উঠে আসে বাঘেশ্বরী দেবীর কথা। দেবী বাঘেশ্বরী শুধু বাগনান নামকরণের সাথে নন, জড়িয়ে আছেন বাগনানের প্রাচীন সংস্কৃতি ও ভাবাবেগের সাথে। প্রতিবছর দেবীর আরাধনায় সাড়ম্বরে মেতে ওঠেন বাগনান সহ বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষ।