নিজস্ব সংবাদদাতা : ব্রিটিশ আমল থেকে বাংলায় পাটশিল্প একচেটিয়া প্রভাব বিস্তার করে। এখনো বাংলার কয়েক লক্ষ পরিবার পাটশিল্পের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। কিন্তু, বিভিন্ন কারণে বাংলার ঐতিহ্যবাহী পাটশিল্প আজ নানা সমস্যার সম্মুখীন। আর তারই জেরই এরাজ্যের যুবক-যুবতীরা একপ্রকার এই শিল্প থেকে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে। এবার বাংলার পাটশিল্পকে চাঙ্গা করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার।
পাটশিল্পে কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল শ্রম দপ্তর। সোমবার গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের আমতা পীতাম্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। জানা গেছে, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত যেকোনো ব্যক্তি(বয়স নূন্যতম ১৮) এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারেন।
মোট তিনমাস প্রশিক্ষণ পর্ব চলবে বলে জানা গেছে। তার মধ্যে একমাস প্রথাগত ও দু-মাস হাতেকলমে ট্রেনিং দেওয়া হবে বলে জানা গেছে। প্রশিক্ষণ চলাকালীন বৃত্তি প্রদান করা হবে। প্রশিক্ষণের শেষে মিলবে কর্মসংস্থান। মিলবে বেতন, পিএফ সহ অন্যান্য সুবিধা।
নির্মল মাজি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের আধিকারিক সুজয় সেন, চিরঞ্জীব ঘোষ, আমতা-১ ব্লকের বিডিও সুজয় ধর সহ অন্যান্যরা। শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, সারারাজ্যে মোট ১২ টি কর্মসংস্থান কেন্দ্রে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শ্রম দপ্তরের কর্তাদের আশা, এর মাধ্যমে বাংলায় প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। সোমবার আমতার এই অনুষ্ঠানে প্রায় ১২০ জন যুবক-যুবতী প্রশিক্ষণের জন্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে।