নিজস্ব সংবাদদাতা : স্কুল থেকে বাড়ি ফেরার পথে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কাকা-ভাইপোর। আহত আরও ৩। বুধবার বিকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-শ্যামপুর রোডের চৌরাস্তা মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল স্কুল পড়ুয়া সেখ আরিয়ান। কাকা বাদশা আলির বাইকে চেপে বাড়ি ফিরছিল। একটি ৪০৭ গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসার সময় বাদশা আলির বাইকের সাথে অন্য একটি বাইকে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সেখ আরিয়ান ও তার কাকা বাদশা আলিকে মৃত বলে ঘোষণা করেন। সেখ আলামিন নামের এক ছাত্রকে কোলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন। কাকা-ভাইপোর মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমেছে।
উলুবেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল কাকা-ভাইপোর, আহত আরও ৩
Published on: