নিজস্ব সংবাদদাতা : গাড়ি পরীক্ষা করার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক এমভিআই আধিকারিক, এক সিভিক ভলান্টিয়ার ও এক লরি চালকের। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার ১৬ নং জাতীয় সড়কের পাঁচলার রাণীহাটি মোড়ের কাছে। জানা গেছে, মৃত এমভিআই আধিকারিকের নাম উজ্জ্বল জানা, সিভিক ভলান্টিয়ারের নাম অরিন্দম বিশ্বাস ও মৃত লরি চালকের নাম আফতার আনসারি। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ১৬ নং জাতীয় সড়কে রানীহাটি মোড়ের কাছে কোলকাতামুখী লেনে গাড়ি থামিয়ে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে তল্লাশি চালাচ্ছিলেন এম ভি আই আধিকারিকরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
জানা গেছে, একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় পিছন দিক থেকে আরও একটি লরি আসছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরিকে দাঁড় করাতে গিয়েছিলেন একজন এম ভি আই আধিকারিক এবং একজন সিভিক ভলেন্টিয়ার। সেই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় এম ভি অফিসার, সিভিক ভলান্টিয়ার ও লরি চালক পিষ্ট হয়ে যান। দুর্ঘটনার পর তিনজনকে প্রথমে স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে পরে তাদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাদের মৃত্যু হয়।