নিজস্ব সংবাদদাতা : আজ গঙ্গা দশহরা। হিন্দু ধর্মের মানুষের কাছে কাছে অন্যতম পবিত্র তিথি।
কথিত আছে, গঙ্গাতিথিতে স্বর্গ থেকে গঙ্গা মর্ত্যে আগমন করেছিলেন এর ফলে রুক্ষ-শুষ্ক বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে উঠেছিল।
তাই এই তিথিতে হিন্দুরা গঙ্গাকে পূজা করেন। প্রতিবছরের মতো এবছরও হাওড়ার বেলুড় মঠের গঙ্গার ঘাটে পালিত হল গঙ্গাপুজো।
অন্যবার পুণ্যার্থীরা থাকলেও এবার লকডাউনের জেরে মঠের সন্ন্যাসীদের উপস্থিতিতেই সকাল থেকে বেলুড় মঠের ঘাটে শুরু পূজার্চনা শুরু হয়েছে।