ধর্মঘট সফল করতে গ্রামীণ হাওড়ার পথে নামলেন কংগ্রেস নেতা-কর্মীরা, নেতৃত্বে বিধায়ক অসিত মিত্র

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বামেদের ডাকে দেশজুড়ে চলছে সাধারণ ধর্মঘট। সকাল থেকেই কোলকাতার পাশাপাশি জেলাগুলিতেও বন্ধের সমর্থনে পথে নেমেছেন বাম কর্মী-সমর্থকরা। তাদের পাশাপাশি কংগ্রেস কর্মী-সমর্থকরাও বন্ধ সার্থক করতে বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ সফল করতে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় অবস্থান, বিক্ষোভ, অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। তাদের নেতৃত্ব দেন জেলার একমাত্র বিরোধী বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি অসিত মিত্র। অসিত বাবু এদিন সকালে আইটিইউসি কর্মীদের নিয়ে বাগনানে বন্ধের সমর্থনে মিছিল করেন। এই মিছিলে সিআইটিইউয়ের কর্মীরাও যোগ দেন।

এরপর কল্যাণপুর, সাবসিট সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেন বন্ধকারীরা। তাদের সাথেও পা মেলান আমতার বিধায়ক। সকাল ১১ টা নাগাদ আমতা বিধানসভার জয়পুরে ওভারসীজ ব্যাঙ্কের সামনে ধর্মঘটের সমর্থনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভে সামিল হন অসিত মিত্র। অসিত মিত্র বলেন, “স্বতঃস্ফূর্তভাবে মানুষ এদিন আমাদের আহ্বানে সাড়া দিয়ে ধর্মঘটে সামিল হয়েছেন।”