নিজস্ব সংবাদদাতা : দোলের দিন বিকালে উলুবেড়িয়ার বানিতলার যুবক অমিত সরদারকে(৩২) পিটিয়ে খুন করার অভিযোগে উঠেছিল কয়েকজন মদ্যপ যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে একাধিকবার থানায় বিক্ষোভ দেখিয়েছিল মৃত অমিতের পরিবার ও এলাকার লোকজন। রবিবার সকালেও উলুবেড়িয়া থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন অমিতের স্ত্রী সহ এলাকার মহিলারা।
তারপরেই রবিবার গভীর রাতে এই ঘটনার সাথে যুক্ত সন্দেহে তিন জন যুবককে গ্রেফতার করে উলুবেড়িয়া থানার পুলিশ। ধৃতেরা হলো সুরজিৎ ঘোষ, সুমন ঘোষ ও বিপ্লব ঘোষ। ধৃতদের সোমবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের মধ্যে সুরজিৎ ঘোষের পাঁচ দিনের পুলিশ হেফাজত ও বাকি দুই অভিযুক্তের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এদিন সকাল থেকেই আদালত চত্বরে ভীড় জমিয়েছিলেন অমিতের পরিবারের ও এলাকার লোকজন। সুরজিৎ কে আদালত থেকে গাড়িতে তোলার পথে বিক্ষোভ প্রদর্শন করে তারা। উল্লেখ্য দোলের দিন বিকালে পিকনিক করে বাইকে চেপে ফেরার পথে অমিতকে কটুক্তি করে কয়েকজন মদ্যপ যুবক। তার প্রতিবাদ করাতেই ভারী কোন বস্তু দিয়ে অমিতের মাথায় আঘাত করার ফলেই মৃত্যু হয়েছিল অমিতের।