নিজস্ব সংবাদদাতা : পাইপলাইন ও টিউবওয়েল থেকেও জলকষ্টের শিকার সাধারণ মানুষ। পানীয় জলের সংস্থান করতে গিয়ে কার্যত কালঘাম ছোটে এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে এভাবেই পানীয় জলের সমস্যায় ভুগছেন হাওড়ার সাঁকরাইলের সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হীরাপুর গ্রামের ব্রাহ্মণপাড়ার মানুষজন। স্থানীয় মানুষের অভিযোগ, এলাকায় দু’টি টিউবওয়েল রয়েছে। একটি কলে কল পাম্প করেও জল মেলেনা, অপরটিতে যদিও বা জল মেলে পানের যোগ্য নয়। সেই জলে কোনোরকমে কাপড়কাচা, বাসন মাজার কাজটুকু হয়। অভিযোগ, এলাকা দিয়ে জলের পাইপ লাইল গেলেও মেলেনা জল। কীভাবে পানীয় জলের সংস্থান মেলে ব্রাহ্মণপাড়ায়? — এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উঠে এলো চাঞ্চল্যকর ছবি! বিস্তারিত জানতে নীচে পড়ুন…
পাড়ার পাশ দিয়েই চলে গিয়েছে পাইপলাইন। পানীয় জল পেতে সেই পাইপলাইনে পাইপ লাগিয়ে তাতে মুখ দিয়েই টানতে দেখা গেল স্থানীয় মহিলাদের। তাদের অভিযোগ, কল থেকেও খাবার জল নেই, তাই অগত্যা পাইপে মুখ দিয়েই পানীয় জলের সংস্থান করতে হয়। স্থানীয় মহিলাদের কথায়, পাইপ লাইনে মুখ দিয়ে বেশ কিছুক্ষণ টানার পর ধীর গতিতে জল পাওয়া যায়। সেই জল পেতেই ঘন্টার পর ঘন্টা বালতি, কলসি নিয়ে পাইপলাইনের সামনে ভিড় জমান স্থানীয়রা। তাতে কারুর ভাগ্যে জল মেলে আবার কারুর ভাগ্যে ছিটেফোঁটাও মেলেনা। অগত্যা বাজার থেকে পানীয় জল কিনে খেতে হয় এমনটাই অভিযোগ করেছেন এলাকার মানুষ। এবিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। বিষয়টি প্রসঙ্গে সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুলা বাছার জানান, বিষয়টি পঞ্চায়েতে লিখিত আকারে জানানো হয়নি। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।