নিজস্ব সংবাদদাতা : অন্যান্যবার দীপাবলিতে উপচে পড়ে ভিড়। তবে এবার চিত্রটা খানিকটা অন্যরকম। হরেক রকম পসরা সাজিয়ে মেলায় দোকান দিয়েছেন বিক্রেতারা। তবে মেলায় ক্রেতাদের ভিড় নেই। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার। গ্রামীণ হাওড়ার কোথাও কোথাও দু’এক পসলা বৃষ্টিও হয়েছে। অন্যান্যবার দীপাবলি উপলক্ষ্যে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় মেলা বসে। এবারও তার ব্যতীক্রম নয়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
কিন্তু মেলায় দোকান বসলেও ক্রেতাদের দেখা নেই। উলুবেড়িয়া, আমতা, পাঁচলা সর্বত্রই প্রায় একই ছবি। সোমবার সন্ধ্যায় উলুবেড়িয়ার খলিশানী কালীবাড়ি সংলগ্ন দীপাবলির মেলায় গিয়ে দেখা গেল মেলা চত্বরে লোকের দেখা নেই। মেলায় নাগর দোলা, জয় রাইড, হরেক রকমের দোকান বসলেও কার্যত মাছি তাড়াচ্ছেন বিক্রেতারা। এক বিক্রেতার কথায়, খুব আশা করে দোকান দিয়েছিলাম। কিন্তু একদমই বেচাকেনা হচ্ছে না। তবে এক দোকানদারের আশা, দীপাবলির দিন বেচাকেনা একদম না হলেও বৃষ্টি কেটে গেলে আগামী দু’দিন মেলায় ভিড় হবে।