নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীর বাড়িতে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার সিজবেড়িয়া এলাকায়। জানা গেছে, রবিবার রাতে উলুবেড়িয়া পৌরসভার ২৬ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী রুকসানা বেগমের বাড়ির জানালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতিরা। রাসায়নিক স্প্রে ছড়ানো হয় বলে অভিযোগ। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
অভিযোগ, নগদ প্রায় ২৪ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। অভিযোগ, সোমবার সকালে চুরি যাওয়া ফোন থেকে ফোন করে বলা হয় দশ হাজার টাকা নিয়ে ফুলেশ্বর স্টেশনে আসলে চুরি যাওয়া ফোন ফেরৎ দেওয়া হবে।