নিজস্ব প্রতিবেদক : ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। অন্যদিকে, বাংলা জুড়ে নির্বাচন। সাথে গ্রীষ্মের দাবদাহ। এসবের জাঁতাকলেই কার্যত রক্ত সংকট দেখা দিয়েছে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে। একফোঁটা রক্তের জন্য এক ব্ল্যাড ব্যাঙ্ক থেকে আরেক ব্ল্যাড ব্যাঙ্কে ছুটে চলেছে বহু মুমূর্ষু রোগীর পরিবার। সেরকমই অবস্থার সম্মুখীন হতে হয়েছিল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের সুমদার বাসিন্দা শুভদীপ মাজীর পরিবারকে।
জানা গেছে, বছর দ’শেকের শুভদীপ থ্যালাসেমিয়ায় আক্রান্ত। নির্দিষ্ট সময় অন্তর রক্ত দিতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও মেলেনি AB+ গ্রুপের রক্ত। অবশেষে ওই খুদে পড়ুয়ার পরিবার যোগাযোগ করেন আমতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর সঙ্গে।
সংস্থাটির তরফে যোগাযোগ করা হয় বাগনান থানার পূর্ণাল গ্রামের যুবক অষ্টপদ হাইতের সঙ্গে। রবিবার সকালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে গিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুটিকে রক্তদান করেন বছর ছত্রিশের অষ্টপদ।
পেশায় ব্যবসায়ী অষ্টপদ হাইত জানান, “মানুষ হিসাবে বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোটা অত্যন্ত প্রয়োজন।” উল্লেখ্য, গত বছর গ্রীষ্মকালে ছোট্ট ভাই শুভদীপকে রক্ত দিয়ে এগিয়ে এসেছিল সকলের প্রিয় ‘অষ্টা’। বছরঘুরে আবারও তিনি শুভদীপের পাশে দাঁড়ালেন।