নিজস্ব সংবাদদাতা : সময়ের সাথে সাথে ধুঁকতে বসেছে গঙ্গাপাড়ের এককালের ঐতিহ্যবাহী পাটশিল্প। বন্ধ হয়ে গিয়েছে অধিকাংশ জুট মিল। যে-সমস্ত জুটমিল খোলা রয়েছে তাদের মধ্যে উলুবেড়িয়ার চেঙ্গাইলের ল্যাডলো জুটমিল অন্যতম। এবার শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল মিলের কাজ। জানা গেছে, শনিবার রাত থেকেই ল্যাডলো জুটমিলের কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মিলের শ্রমিকদের দাবি, দিনের পর দিন শ্রমিকদের উপর চাপ বাড়ানো হচ্ছে। অন্যদিকে তাদের অভিযোগ, কমানো হচ্ছে লোকসংখ্যা। ফলত ভীষণ সমস্যায় পড়ছেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, এভাবে কাজ চালানো সম্ভব নয়। যদিও মিল কর্তৃপক্ষের দাবি, অকারণে শ্রমিকরা এই সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের দাবি, ওদের দাবি মতো আমরা মিলকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। ওরা কোনো আলোচনা করছেনা। ওদের ভুল বোঝানো হচ্ছে। শ্রমিকরা কাজে যোগ না দিলে মিল বন্ধ করে দিতে হবে বলেও জানিয়েছে মিল কর্তৃপক্ষ।
শ্রমিক অসন্তোষের জের! বন্ধ হয়ে গেল চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলের কাজ
Published on: