নিজস্ব সংবাদদাতা : এবার ভোট আবহের মধ্যেই দোল পূর্ণিমা পড়েছে। তাই এবার দোল উৎসবকে কার্যত জনসংযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। সেই ছবিই ধরা পড়ল হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার বড়গাছিয়া এলাকায়।
দোলপূর্ণিমার সকালে বড়গাছিয়ায় দলীয় কর্মী-সমর্থকদের সাথে আবীর খেলায় মেতে উঠলেন জগৎবল্লভপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সীতানাথ ঘোষ। তিনি কর্মী-সমর্থকদের নিজে হাতে সবুজ আবীর মাখান। তাঁকেও আবীর মাখান দলের নেতা-কর্মীরা। পাশাপাশি, পথচলতি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের লাড্ডু খাইয়ে দেন সীতানাথ ঘোষ।
এদিন প্রায় চার হাজার লাড্ডুর আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে। সীতানাথ ঘোষ বলেন, “দোল সম্প্রীতির উৎসব। আর এই সম্প্রীতি বাংলার গর্ব। যে শক্তি এই সম্প্রীতি ও বাংলার গৌরবময় ঐতিহ্যকে নষ্ট করতে উদ্যত হয়েছে তাদের বাংলার মানুষ মেনে নেবে না।”