নিজস্ব সংবাদদাতা : এযেন একটুকরো প্রাণের ছোঁয়া। দিনকয়েক আগেও লজঝড়ে থাকা ট্রামগুলো আজ রংচঙে হয়ে উঠেছে।
পুরনো খোলনলচে বদলে রঙ-তুলির শৈল্পিক স্পর্শে প্রাণ ফিরে পেয়েছে তিলোত্তমার ট্রামগুলো। কেবল কোলকাতা নয়, সারা বিশ্বের পুরনো ঐতিহ্যবাহী ট্রামগুলিকে কোলকাতার গড়িয়াহাট ট্রাম ডিপোয় চালু হল ‘ট্রাম ওয়ার্ল্ড কোলকাতা’।
জানা গেছে, কোলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার থেকে এই প্রদর্শনী শুরু হল।
গত মঙ্গলবার ‘The Tram World Kolkata’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের (WBTC) ভাইস চেয়ারম্যান স্বর্ণকমল সাহা।
কোলকাতার ট্রাম সহ বিভিন্ন দেশে যেখানে ট্রাম চলাচল করে সেখানকার নানারকম চিত্র ওই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এছাড়াও ট্রাম ওয়ার্ল্ডে রয়েছে কনসার্ট প্লেস. ফুডকোর্ট, ওয়েটিং রুম, ফটো গ্যালারি সহ আরও অনেক কিছু।
প্রতিদিন বেলা ১২ টা থেকে এই প্রদর্শনী শুরু হবে। দর্শক পিছু টিকিটের মূল্য ৩০ টাকা করে নির্ধারণ করা হয়েছে বলে পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে। এই আকর্ষণীয় রঙিন প্রদর্শনীকে ঘিরে দর্শকমহলে বেশ সাড়া পড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা।