নিজস্ব সংবাদদাতা : একদিকে করোনার থাবায় জেরবার গ্রামীণ হাওড়ার মানুষ। অন্যদিকে মিনিট দশেকের ঝড়ের তান্ডব কার্যত লন্ডভন্ড করে দিল উলুবেড়িয়া-২ ব্লকের বিভিন্ন অঞ্চলকে। জানা গেছে, বিকাল সাড়ে চারটে নাগাদ শুরু হয় প্রবল ঝড়,সাথে মুষলধারে বৃষ্টি। মিনিট দশেকের এই তান্ডবে রাজাপুর থানার বানীবন, কাঁটাবেড়িয়া, জগদীশপুরের প্রায় ২৫ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ভেঙে গেছে। আহত হয়েছেন তিনজন। আহতদের উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসা চলছে। লকডাউনের মাঝে ক্ষীণ আশার আলো দেখেছিলেন এলাকার বহু পানচাষী। লকডাউন উঠলেই আড়তে গিয়ে বিক্রি করবেন এই ভেবে আশায় বুক বেঁধেছিলেন তাঁরা। কিন্তু, বৃহস্পতিবারের এই ঝড়বৃষ্টিতে ভেঙে পড়েছে অধিকাংশ পানের বরজ। পাশাপাশি, পাকা ধানেরও ক্ষতির আশঙ্কা করছেন উলুবেড়িয়া-২ ব্লকের এইসমস্ত অঞ্চলের চাষিরা। পরিস্থিতি বিবেচনা করে ক্ষতিপূরণের আশ্বাস মিলেছে স্থানীয় ব্লক প্রশাসনের তরফে।
কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড উলুবেড়িয়ার বেশ কিছু অঞ্চল, ভাঙল বাড়ি, আহত ৩
Published on: