নিজস্ব সংবাদদাতা : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভার ৫ নং পৌরসভা এলাকায়। জানা গেছে, মৃত কিশোরের নাম যশবীর সিং। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাউরিয়ার ফোর্ট গ্লস্টার ফুটবল মাঠে ফুটবল অনুশীলনের পর গঙ্গায় স্নান করতে নেমেছিলেন বছর চোদ্দোর যশবীর। হঠাৎ করেই নদীতে তলিয়ে যায় ওই কিশোর। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
কিশোরের খোঁজে শুরু হয় তল্লাশি। পুলিশের পক্ষ থেকে নামানো হয় ডুবুরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক বিদেশ বসু। রবিবার সকালে যশপ্রীতের নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমেছে।