পড়ুয়াদের কথা ভেবে ইউজিসি’র সিদ্ধান্ত বিবেচনার দাবি জানাচ্ছে ছাত্র সংগঠন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ছাত্রছাত্রীদের স্বার্থে চূড়ান্ত বর্ষের পরীক্ষা গ্রহণ এবং বিভিন্ন বিকল্প ব্যবস্থা বিবেচনা করা উচিত বলে মনে করছে এবিভিপি। তাই তাঁরা শিক্ষা নিয়ে আরও বেশি আলোচনা হওয়া উচিৎ বলে মনে করছে। হঠকারী কোনও সিদ্ধান্ত না নিয়ে সব দিক দেখে শুনে তারপর শিক্ষা ও শিক্ষার্থীদের কথা ভেবে সিদ্ধান্ত গ্রহণ করা হোক —এমনটাই চাইছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

তাঁরা জানাচ্ছেন, “বিভিন্ন রাজ্য সরকার , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে যে দ্রুত সমাধানের পথ গ্রহণ করেছে তার বিস্তৃত প্রভাব এবং পরিণতিগুলি বিবেচনার জন্য এবিভিপি শৈক্ষিক সমাজের কাছে আহ্বান জানায়। কোভিড ১৯ মহামারীর ফলস্বরূপ হিসেবে যে অবিস্মরণীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা শুধু আমাদের প্রতিদিনের জীবনকে এবং শিক্ষাকে নয়, সেইসাথে আমাদের ঐতিহ্যবাহী পথ থেকে দূরে সরে যেতে বাধ্য করেছে।”