বন্যপ্রাণ সচেতনতার নিদর্শন রাখল উদয়নারায়ণপুরের ছাত্রী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সরকারি-বেসরকারি সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচারে গ্রাম বাংলায় বন্যপ্রাণ সম্পর্কে ক্রমশ সচেতনতা গড়ে উঠছে। তারই নিদর্শন স্বরূপ কচ্ছপ উদ্ধার করে পরিবেশকর্মীর হাতে তুলে দিল উদয়নারায়ণপুরের স্কুল পড়ুয়া।

জানা গেছে, সোমবার সকালে উদয়নারায়ণপুরের কানুপাট মনশুকা অঞ্চলের কালিকাপুর গ্রামে নিজের বাড়ির কাছে একটি কচ্ছপকে দেখতে পায় স্কুল পড়ুয়া রিয়া পাত্র। কচ্ছপটিকে যে-কেউ মেরে ফেলতে পারে বলে রিয়ার সন্দেহ হয়। তাই সে কচ্ছপটিকে দ্রুত উদ্ধারের সিদ্ধান্ত নেয়। সাথে সাথেই রিয়া স্থানীয় বাসিন্দা শিক্ষক অবনী পাঁজার মাধ্যমে বিশিষ্ট পরিবেশকর্মী কুমারকৃষ্ণ মুখোপাধ্যায়ের সাথে যোগাযোগ করে।

সোমবারই রিয়ার কালিকাপুরের বাড়িতে এসে কুমার বাবু কচ্ছপটিকে উদ্ধার করেন। জানা গেছে, কচ্ছপটিকে তার নিজস্ব পরিবেশে দ্রুত ছেড়ে দেওয়া হবে। বন্যপ্রাণ রক্ষায় ছাত্রীর এহেন পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন পরিবেশকর্মীরা।