নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলেছিলেন এক পরীক্ষার্থী। মানবিক ভূমিকা নিয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। জানা গেছে, চেঙ্গাইল হাই স্কুলের ফক্তা খাতুন এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। উলুবেড়িয়ার খাজুড়ি হাই স্কুলে তার পরীক্ষাকেন্দ্র। অন্যান্য দিনের শুক্রবার মা’য়ের সাথে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ফক্তা। বাড়ি থেকে অনেকটা পথ আসার পর ফক্তা বুঝতে পারেন আজ সে অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছেন। দেরি না করে ফক্তার মা মাফুজা খাতুন বিষয়টি উলুবেড়িয়ার জোড়াকলতলার ট্রাফিক পোস্টে জানান। ট্রাফিক পোস্টের অফিসার সঞ্জয় মান্ডির তৎপরতায় রওনা দেন রাজাপুর ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার কৌশিক ভক্তা। মাফুজা খাতুনকে বাইকে বসিয়ে সোজা পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড পৌঁছে দেন কৌশিক ভক্তা নামের ওই সিভিক ভলান্টিয়ার। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। কৌশিককে ধন্যবাদ জানিয়ে অ্যাডমিট কার্ড হাতে পরীক্ষার হলে প্রবেশ করেন ওই পরীক্ষার্থী।
মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যেতে ভুললেন পড়ুয়া! ত্রাতার ভূমিকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার
Published on: