নিজস্ব সংবাদদাতা : বোধনের দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা ও কোলকাতায় অতিভারী বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া বওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হল গাদিয়াড়া-গেঁওখালি রুটের ফেরি পরিষেবা।
উল্লেখ্য, হাওড়ার গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ও দক্ষিণ ২৪ পরগণার নুরপুরে ফেরি চলাচল করে।প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ফেরি ব্যবহার করেন।
হুগলী নদী জলপথ পরিবহণের আধিকারিক উত্তম রায়চৌধুরী জানান,”প্রশাসনের নির্দেশ মতো গাদিয়াড়া-গেঁওখালি রুটের ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।” কিছুক্ষণ আগেই গাদিয়াড়া-নুরপুর রুটেও ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে