নিজস্ব সংবাদদাতা : রক্তদান মানে জীবনদান, রক্তদান মানে প্রাণদান।একফোঁটা রক্তের জন্যই ঝরে যায় কতশত প্রাণ, হাহাকার দেখা দেয় একবিন্দু রক্তের জন্য।মুমূর্ষু রোগীদের স্বার্থে এবার মা’য়ের শ্রাদ্ধানুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে সমাজের কাছে অভিনব বার্তা পৌঁছে দিলেন পুত্ররা। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন উদয়নারায়ণপুর ব্লকের হরালী গ্রামের কৃষ্ণা করণ।গত ২৯ শে জানুয়ারী সকাল ৭ টায় মারা যান কৃষ্ণাদেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬।
তাঁর শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে আজ করণ পরিবারের পক্ষ থেকে নিজেদের বাসভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরে ৬ জন মহিলা সহ মোট ৫৯ জন শুভাকাঙ্ক্ষী রক্তদান করেন। কোলকাতার লাইফ কেয়ার ব্ল্যাড ব্যাঙ্কের চিকিৎসকরা রক্ত সংগ্রহ করেন। কৃষ্ণা করণের দু’ই পুত্র প্রনবেশ করণ, প্রলয় করণ ও কন্যা টুম্পা করণের উদ্যোগেই মূলত এহেন আয়োজন। প্রণবেশ বাবু জানান, “রক্তদানের মধ্য দিয়ে তাঁদের মা’য়ের স্মৃতি বেঁচে থাকবে সমাজের বেশ কিছু মানুষের মধ্যে।
সেই লক্ষ্যেই এই উদ্যোগ। “করণ পরিবারের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ছেলেমেয়েদের এই উদ্যোগে খুশি কৃষ্ণা দেবীর স্বামী তারক করণ। তারক বাবুর কথায়, মুমূর্ষু রোগীদের পাশে এভাবে যদি দাঁড়ানো যায় তা সমাজের পক্ষে অত্যন্ত ভালো দিক।