নিজস্ব সংবাদদাতা : কৃষ্ণেন্দু, অনন্যা, সইফুলদের সংসার জুড়ে অভাব-অনটন নিত্যসঙ্গী। দিন আনা দিন খাওয়া সংসারে কোনোরকমে অন্ন সংস্থানটুকু হয়। কিন্তু, ওদের মধ্যে রয়েছে অভাব জয়ের স্বভাব। আর তাইতো শত প্রতিবন্ধকতা সত্ত্বেও ওরা স্বপ্ন দেখে বড়ো হওয়ার। এরকমই বেশ কিছু লড়াকু কৃতিদের পাশে এগিয়ে এলো ডাক কর্মচারী সংগঠন NFPE (হাওড়া ডিভিশন)।
এই কর্মচারী সংগঠনের তরফে হাওড়া জেলার ৬ জন সহ রাজ্যের মোট ৩০ জন আর্থিকভাবে অস্বচ্ছল কৃতি পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল বিশেষ বৃত্তি ও শিক্ষাসামগ্রী। উদ্যোক্তাদের পক্ষে সীতারাম হাজরা জানান, “আমাদের সংগঠনের তরফে দীর্ঘদিন ধরে রাজ্যের বেশ কিছু পড়ুয়ার হাতে প্রতিবছর বিশেষ বৃত্তি প্রদান করা হয়। অন্যান্যবার অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার করোনার জেরে তা করা সম্ভব হয়নি। তাই এবার পড়ুয়াদের এককভাবেই সংবর্ধনা জানিয়ে এই বিশেষ বৃত্তি তুলে দেওয়া হল।”