নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষ। এরই মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে অস্থায়ী হোমগার্ড নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন। সোমবার নিজের ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি নামের তালিকা প্রকাশ করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তালিকায় থাকাদেরকে উলুবেড়িয়া থানার অস্থায়ী হোমগার্ড পদে নিয়োগ করা হয়েছে(যদিও এই তালিকা যাচাই করেনি উলুবেড়িয়া সংবাদ)। নন্দীগ্রামের বিধায়কের অভিযোগ, তালিকায় থাকাদের কীভাবে কীসের ভিত্তিতে নির্বাচন করা হল, কে-ই বা তাদের নির্বাচন করল তা কেউ জানেনা! এমনকি সেই ট্যুইটে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলকেও ট্যাগ করা হয়েছে। অপর একটি ট্যুইটে বিরোধী দলনেতা লিখেছেন, পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তর ৬ মাসের জন্য ৫৬৫ টাকা দৈনিক মজুরিতে বিভিন্ন পুলিশ জেলায় অস্থায়ী হোমগার্ড পদে নিয়োগ করছে। তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোট বৈতরণী পার করতে টিএমসি ক্যাডারদের অসৎ উপায়ে নিয়োগ করা হয়েছে।
উলুবেড়িয়া থানায় অস্থায়ী হোমগার্ড নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা
Published on: