নিজস্ব সংবাদদাতা : এ রাজ্যে ক্রমশ বাড়ছে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। যার মধ্যে অধিকাংশই কোলকাতা ও হাওড়ার। গতকাল সন্ধ্যা পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী হাওড়া ও কোলকাতায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৬২ ও ৮৪৬। গত চার দিনে ৩৪টি কন্টেনমেন্ট জোন বাড়ল সারা রাজ্যে। গতকাল সন্ধ্যায় রাজ্য যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, রাজ্যে বর্তমানে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৫৫০। শুধু কলকাতাতেই কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৩১৯। উল্লেখ্য, ৩০ শে এপ্রিল এই সংখ্যা ছিল ২৬৪। অর্থাৎ, আট দিনে কলকাতায় কন্টেনমেন্ট জোন বেড়েছে ৫৫ টি। অন্যদিকে, গতকালের বুলেটিন অনুযায়ী হাওড়ার কন্টেনমেন্ট জোন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬। কন্টেনমেন্ট জোন সংখ্যা বাড়ানোর মধ্য দিয়ে করোনা মোকাবিলায় প্রশাসন যে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে তা বলাই যায়।
রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা, কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল হাওড়া ও কোলকাতায়
Published on: