নিজস্ব সংবাদদাতা : কয়েকমাস আগে সংবাদমাধ্যমের সামনে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে পালটা মানহানির মামলা দায়ের করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়। জানা গেছে, গত নভেম্বর মাসে সংবাদমাধ্যমের সামনে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তারপরই মন্ত্রী পুলক রায় তাঁর আইনজীবী মারফত বিরোধী দলনেতাকে আইনি নোটিশ পাঠান। কিন্তু মাস ঘুরে গেলেও মেলেনি কোনো উত্তর। তারপরই বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন মন্ত্রী পুলক রায়। বুধবার উলুবড়িয়া মহকুমা আদালতে আসেন মন্ত্রী পুলক রায়। এদিন তিনি জানান,”গত বছরের ১১ ই নভেম্বর রাজ্যের বিরোধী দলনেতা আমার বিরুদ্ধে কিছু অসত্য অভিযোগ সংবাদমাধ্যমের সামনে করেছিলেন। আমি ভিডিওটি দেখার পর আমার আইনজীবী মারফত ওনাকে আইনি নোটিশ পাঠাই। আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনতে বলেছিলাম নচেৎ ক্ষমা চাইতে বলেছিলাম। কিন্তু উনি কোনোটিই করেননি। তাই বাধ্য হয়ে মানহানির মামলা করেলাম।”
উলুবেড়িয়া কোর্টে বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা! মামলা করলেন খোদ মন্ত্রী
Published on: